সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাখাওয়াতসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও যশোর-৬ আসনের সাবেক এমপি সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ৮ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেওয়া হবে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সাখাওয়াতসহ এ মামলার আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
এ মামলায় মোট ১২ জন আসামির মধ্যে সাখাওয়াতসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তাহের ও ননীর পক্ষে জেরা : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১২তম সাক্ষী আবদুল হান্নান চৌধুরীকে জেরা করেছে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল-১ এ জেরা করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

সর্বশেষ খবর