সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভারের টেন্ডার তিন মাসের মধ্যে

ইঞ্জিনিয়ার মোশাররফ

শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভারের টেন্ডার তিন মাসের মধ্যে

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত ফ্লাইওভারের আন্তর্জাতিক টেন্ডার তিন মাসের মধ্যেই হবে। এ সংক্রান্ত অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চলতি জুলাই মাস থেকে ঝিলমিল, উত্তরা ও পূর্বাচলের নকশা অনুমোদন দেওয়ার জন্য রাজউককে বলা হয়েছে।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। আলোচনা করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ। গণপূর্তমন্ত্রী বলেন, সব সরকারি কর্মকর্তাকে আবাসন দিতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকাতে ৮ শতাংশ কর্মকর্তাকে আবাসন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি সভায় আরও উল্লেখ করেন, দেশের কয়লা বিদেশে রপ্তানি করা যাবে না। এ কয়লা স্থানীয়ভাবে ব্যবহার করতে হবে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বেশি করার ক্ষেত্রে নজর দেওয়া হবে। রাস্তা-ঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দেশ এগিয়ে যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দ্রুত ১৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শেষ করা হবে।

সর্বশেষ খবর