সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ব্যাংকিং খাতে বড় সমস্যা খেলাপি ঋণ

ব্যাংকিং খাতে বড় সমস্যা খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এই ঋণের হার সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য সবাইকে কাজ করতে হবে। গতকাল রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ফিন্যান্সিয়াল স্টাবিলিটি রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আতিউর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো কোনো সিস্টেমিক ঝুঁকির সম্মুখীন হয়নি। এমনকি বিশ্ব অর্থনৈতিক মন্দার চরম পর্যায়েও তা ঘটেনি। কিন্তু এতে আমাদের আত্মতুষ্টির অবকাশ নেই। কারণ ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখনো উদ্বেগজনক। আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে, যাতে খেলাপি ঋণের হার দ্রুত সহনীয় মাত্রায় নামিয়ে আনা যায়। খেলাপি ঋণ আদায়ের হারের সঙ্গে ঋণ মঞ্জুরির যৌক্তিক সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, গত পাঁচ-ছয় বছরে ব্যাংকিং খাতের মূলধন ভিত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ব্যাংকগুলোর মুনাফার একটি বড় অংশ মূলধনে স্থানান্তর, পুনঃমূলধনীকরণ ও প্রভিশন ঘাটতি কমার ফলে ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। ব্যাংকে সুশাসন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক নজরদারি বাড়িয়েছে। এ নজরদারি আরও বাড়ানোর জন্য নতুন কয়েকটি পরিদর্শন বিভাগ স্থাপন করা হয়েছে। এ বিভাগগুলোকে বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণ, পুনঃঅর্থায়নসহ সব ঋণ সত্যিকার ব্যবহার নিশ্চিত করার জন্য প্রযুক্তির ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই আর্থিক খাতের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আর্থিক খাতের সমন্বিত তদারকির কাঠামো প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি বা ঘাটতি না থাকে, সে জন্য ব্যাংকারদের সচেতন থাকতে হবে। ব্যাংক ঋণের গুরুত্বপূর্ণ অংশ যাতে গুটিকয়েক গ্রাহকের মধ্যে কেন্দ্রীভূত না হতে পারে সে বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর