সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ফখরুল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত ১১টা ৫৪ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।  ঢাকা ছাড়ার আগে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ সময় দল ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে বিমানবন্দরে বিদায় জানান। ছয় মাসের বেশি সময় কারাভোগের পর ১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মস্তিষ্কের রক্তনালি ৯০ ভাগ সরু হয়ে গেছে। যে কোনো সময় ব্রেন স্ট্রোক হওয়ার আশঙ্কা। এ ছাড়া তার গ্যাস্ট্রো লিভার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। ওজন কমেছে প্রায় ১৫ কেজি। হার্টে রিং পরানো হয়েছে তিনটি। তাই উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা ফখরুল। এ ছাড়াও হৃদরোগ, আইবিএস, মেরুদণ্ডে ব্যথাসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত বিএনপির এই নেতা। এ কারণে প্রয়োজনে সেখান থেকে অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রেও যেতে পারেন তিনি। দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরদিন ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেফতার হন বিএনপির ক্লিন ইমেজের এই নেতা। এর পর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণসহ নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। নাশকতার অভিযোগে প্রথম দফায় তিনটি মামলায় গত ২৯ জুন সুপ্রিমকোর্ট থেকে জামিন পেলেও মির্জা ফখরুলের বিরুদ্ধে আরও তিনটি মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করলে তার মুক্তি আটকে যায়। পরে ওই তিনটি মামলায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন নিষ্পত্তি করে মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালত তাকে বিদেশে যাওয়ারও অনুমতি দেন। প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মা ফাতেমা আমিনকে দেখতে যান মির্জা ফখরুল। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর