মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ছাত্রলীগ নেতাদের শেখ হাসিনা

অন্যায় করলে প্রশ্রয় দেওয়া হবে না

ছাত্রলীগের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও বিশ্বাস, তা পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনতে নতুন কমিটিকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্বাচিত ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আর কোনো দিন দেবও না। ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ভোগের মধ্যে সুখ নয়, ত্যাগের মাধ্যমেই নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই নিজেকে একজন সত্যিকার দেশপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। যারা ভোগের গড্ডালিকায় নিজেকে বিলিয়ে দেয় তারা নিজেরা হয়তো ভোগ-বিলাসের জীবন কাটাতে পারে। কিন্তু দেশকে কিছু দিতে পারে না। এর প্রমাণ তোমরা বাংলাদেশেই দেখেছ। এসময় ছাত্রলীগের অতীত ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৮ সাল থেকে ছাত্রলীগ বাংলাদেশের জনগণকে মুক্তির পথ দেখিয়ে আসছে। আওয়ামী লীগ আদর্শ নিয়ে চলে। কারণ, আদর্শ ছাড়া, নীতি ছাড়া কখনো কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না। তাই নব নির্বাচিত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে জনগণের সেবা করতে হবে। নতুন নির্বাচিত ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা যে দায়িত্ব পেয়েছ এবং তোমাদের যারা নির্বাচিত করেছে তাদের প্রতি সম্মান রেখে তোমরা দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এসময় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার স্ত্রী ক্রিস্টিনা, শেখ রেহানার পুত্র রেদওয়ান সিদ্দিকী ববি, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর