মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

যমুনায় টানেল নির্মাণে জাপানের সহায়তা চেয়েছেন সেতুমন্ত্রী

যমুনায় টানেল নির্মাণে জাপানের সহায়তা চেয়েছেন সেতুমন্ত্রী

যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
জাপান সফররত সেতুমন্ত্রী গতকাল সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সঙ্গে আলোচনাকালে এ অনুরোধ জানান। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লিগের ভাইস-প্রেসিডেন্ট, সাবেক ভূমি, পরিবহন, অবকাঠামো ও পর্যটনমন্ত্রী তাকেসি মায়েদা এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সংস্থার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী এ সময় মেট্রো রেলসহ ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদারসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর