মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাকস্বাধীনতা মানেই যাচ্ছেতাই বলা নয়

বাকস্বাধীনতা মানেই যাচ্ছেতাই বলা নয়

আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জরিমানার আদেশ বাতিল চেয়ে করা আবেদনের ওপর আপিল বিভাগে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বাকস্বাধীনতা মানে এই নয় যে, যা খুশি তাই বলবেন। আবেদনকারীর আইনজীবী আবদুর রেজ্জাক খানকে উদ্দেশ করে প্রধান বিচারপতি এ কথা বলেন। জরিমানার আদেশ বাতিল চেয়ে জাফরুল্লাহ চৌধুরীর করা আবেদনের শুনানি গ্রহণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। আজ এ বিষয়ে আদেশ দেওয়া হবে। আবেদনের পক্ষে আইনজীবী আবদুর রেজ্জাক খান ও আবদুল্লাহ আল মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। জাফরুল্লাহ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। শুনানির সময় প্রধান বিচারপতি প্রসঙ্গক্রমে বলেন, আপনারা অনেকে টকশোতে গিয়ে বড় বড় কথা বলেন, পত্রিকায় লেখেন। বাকস্বাধীনতার মানে এই নয় যে, যা খুশি তাই বলবেন।  আদালত অবমাননার দায়ে সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে অবমাননাকর বিবৃতি দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন আদালত। শাস্তি হিসেবে তাকে ট্রাইব্যুনালে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়।  সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল খাটতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর