শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
ব্লগার নিলয় হত্যা

নাহিন-রানা আট দিনের রিমান্ডে

নাহিন-রানা আট দিনের রিমান্ডে

ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে সাদ আল নাহিদ ও মাসুদ রানাকে গতকাল আদালতে হাজির করে ডিবি -বাংলাদেশ প্রতিদিন

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার সাদ আল নাহিন ও মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোল্লা সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আট দিন মঞ্জুর করেন। আদালতের শুনানিতে বলা হয়, নিলয় হত্যাকাণ্ডের সঙ্গে নাহিন ও রানার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, আর কারা তাতে জড়িত ছিল- এসব বিষয়ে জানতে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানির সময় নাহিন ও মাসুদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাদের জামিনেরও কোনো আবেদন ছিল না। শুনানির এক পর্যায়ে বিচারক জানতে চান, তাদের কিছু বলার আছে কি না। জবাবে নাহিন বলেন, তার কিছু বলার নেই। রিমান্ড শুনানির আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এ দুজন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তারা ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গোয়েন্দা পুলিশ তাদের নজরদারিতে রেখেছিল। পুলিশ বলছে, বৃহস্পতিবার ঢাকার উত্তরা থেকে নাহিন এবং মিরপুরের কালশী থেকে রানাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে নাহিনের পরিবারের দাবি, নাহিনকে পাঁচ দিন আগে পুলিশ পরিচয়ে উত্তরার বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর