শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কমানো হবে না

বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কমানো হবে না

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবে না। তারা ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন দিতে পারে, সেখানে মাত্র সাড়ে ৭ শতাংশ ভ্যাট কেন দিতে পারবে না? এটা হতে পারে না। তাদের আন্দোলনে আমার কোনো সমর্থন নেই। গতকাল দুপুরে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাগবাড়িস্থ শিশু পরিবারে (বালক) বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ স্থিতিশীল আছে’ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে খুন খারাবি হলেই স্বাভাবিকভাবে ধারণা করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকটি হত্যার ঘটনা ছাড়া ‘ওভারঅল’ পরিস্থিতি ভালোই আছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকার গত মেয়াদে ৩৫ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে। এ মেয়াদে আরও ৫০ হাজার নিয়োগ দেওয়া হবে। আলোচনা সভায় অর্থমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগ নেতা  শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন প্রমুখ।-নিজস্ব প্রতিবেদক, সিলেট

সর্বশেষ খবর