শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

কারাগারে ভালো নেই রিজভী

কারাগারে ভালো নেই রিজভী

এরশাদবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কাশিমপুর কারাগারে অসহ্য যন্ত্রণা ভোগ করছেন। নানা অসুখ-বিসুখে ভালো নেই তিনি। ওই সময় গুলিতে তার অন্ত্র ছিদ্র হয়ে যায়। সার্জারি করার পরও মাঝেমধ্যে সেখানে এক ধরনের ব্লক তৈরি হয়। এতে তার গুরুতর পেটের পীড়া দেখা দেয়। তখন তিনি কিছুই খেতে পারেন না। বমি করতে থাকেন। কারাগারে যাওয়ার পর থেকে এ সমস্যা প্রকট হয়েছে। মাথা ঘুরে মাঝেমধ্যে পড়ে যান সাবেক এই ছাত্রনেতা। এ ছাড়া অপারেশনে হাতে ও পায়ে রড থাকায় যন্ত্রণা তীব্র হচ্ছে। গতকাল সকালে কাশিমপুর কারাগার-২-এ রিজভীকে দেখে এসে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন রিজভী আহমেদের স্ত্রী আরজুমান আরা বেগম আইভী। তিনি বলেন, অসুস্থতার কারণে রিজভী আহমেদকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া উচিত। তার শারীরিক চেকআপও জরুরি। গত ৩০ জানুয়ারি রাতে রুহুল কবীর রিজভী গ্রেফতার হন। তারপর একের পর এক মামলায় টানা ৩৫ দিন তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় রিজভী অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি। রিজভীর সহধর্মিণী জানান, রিজভী আহমেদ পোস্টেট গ্লান্ড এনলার্জ সমস্যা ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত।
-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর