শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

গ্রেনেড হামলার তদন্ত চায় বিএনপি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঠিক তদন্ত চায় বিএনপি। ওই ঘটনার পেছনে বিএনপির কোনো হাত ছিল না। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে বিএনপিকে ওই ঘটনায় জড়াতে চায়।
গতকাল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর কারামুক্তি উপলক্ষে তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা একটি জঘন্য সন্ত্রাসী কার্যক্রম। এটা যে-ই করে থাকুক, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, উপযুক্ত ও সঠিক তদন্ত করে যারা সত্যিকারভাবে দায়ী তাদের বিচার করা হোক। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিএনপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতি করে। এই রাজনীতিতে সন্ত্রাসের কোনো স্থান নাই। আমরা কোনো হত্যার রাজনীতির সঙ্গে জড়িত নই।’ তিনি বলেন, ‘সরকার দেখানোর চেষ্টা করছে, বিএনপি সন্ত্রাসকে মদদ দেয়, বিএনপি সন্ত্রাসী দল। কিন্তু দেশের জনগণ জানে এ কথা সত্য নয়। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সরকার অদ্ভুত সব মামলায় মাসের পর মাস আটকে রেখেছে। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। জনগণের সরকার প্রয়োজন, কোনো দলবাজির সরকার নয়।’ বিএনপির একজন নেতাসহ সুপ্রিমকোর্টের তিন আইনজীবীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সে জন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মানুষ বিশ্বাস করে না।’ এদিকে বিকালে জাতীয় প্রেসক্লাবে সালাম তালুকদারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। অধ্যাপক এমাজউদ্দীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা এস এম আবদুল হালিম, ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব, শিরিন সুলতানা, নিলুফার চৌধুরী মনি, শামীমুর রহমান শামীম প্রমুখ। এ সময় আবদুস সালাম তালুকদারের স্ত্রী মাহমুদা সালাম এবং তার জামাতা এম এ হাসান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর