শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নিউইয়র্কে বিএনপির চার নেতার বৈঠক

নিউইয়র্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে মিলিত হলেন দলের তিন নেতা- ড. মঈন খান, সাদেক হোসেন খোকা ও এহছানুল হক মিলন। চার নেতার বৈঠকে কী কথা হয়েছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। তবে বিএনপি নেতা-কর্মীরা খুবই হতাশ।  কারণ এ চারজনের কেউই রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহী নন। মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীদের সাক্ষাৎই দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জে এফ কে এয়ারপোর্ট ও জাতিসংঘের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, তারেক পরিষদ, ছাত্রদলসহ সমমনা সংগঠনগুলো। ২৩ আগস্ট নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি উপলক্ষে একটি প্রস্তুতি সভা ডেকেছে যুবদল ও ছাত্রদল। এমনই একটা সময়ে ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের নির্লিপ্ততায় মাঠপর্যায়ে ক্ষোভ সৃষ্টি করেছে বলে জানা যায়। এনআরবি নিউজ। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) এ সংবাদদাতার কাছে বলেন, ‘চিকিৎসার জন্য নিউইয়র্কে এসেছেন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব। আমি আগে থেকেই নিউইয়র্কে রয়েছি ক্যান্সারের চিকিৎসার জন্য। এরই মধ্যে বড় মেয়েকে এমআইটিতে পিএইচডি কোর্সে ভর্তির জন্য নিউইয়র্কে এসেছেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ড. খান আমার খোঁজখবর নিতে এসেছিলেন। সে সময় আমাদের আরেক নেতা সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন এবং মহাসচিব মির্জা ফখরুল- আমরা একসঙ্গেই ছিলাম। ফলে চারজন কিছুটা সময় কাটাই এবং পরস্পরের কুশলাদি বিনিময় হয়। বিশেষ করে আমার এবং মহাসচিবের চিকিৎসার গতি-প্রকৃতি স্থান পায় এ আলোচনায়।’ এহছানুল হক মিলন গত মাসে নিউইয়র্কে এসেছেন। কিন্তু তাকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। মিলন চিকিৎসার জন্যও আসেননি নিউইয়র্কে। সাদেক হোসেন খোকাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না কয়েক মাস যাবৎ। অন্যদিকে সিঙ্গাপুর থেকে ১১ আগস্ট নিউইয়র্কে আসা মির্জা ফখরুল নেতা-কর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশে চিকিৎসার জন্য এসেছেন। তাই রাজনৈতিক কোনো কর্মসূচিতে তিনি অংশ নেবেন না। মির্জা ফখরুল অবস্থান করছেন হোটেলে। সেখানে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ছাড়া কাউকে সাক্ষাৎও দিচ্ছেন না।

সর্বশেষ খবর