শিরোনাম
শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ওলামা লীগ একাংশের সভাপতি ছুরিকাহত

ওলামা লীগ একাংশের সভাপতি ছুরিকাহত

আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে তিনটি কোপের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায়, ইলিয়াস জুমার নামাজ শেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সভায় যাচ্ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুজাহিদুল ইসলাম নামে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ইলিয়াসের রাজনৈতিক সহকর্মী আবুল আজিজ খান জানান, ইলিয়াস ডেমরার নিজ বাসা থেকে বেরিয়ে বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বঙ্গবন্ধু এভিনিউতে যাওয়ার সময় পেছন থেকে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ইলিয়াসের গাড়িচালক রুবেল জানান, হুজুরকে বায়তুল মোকাররম মসজিদে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করি। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে নেমে জুতা পরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পল্টন মডেল থানার ওসি মোর্শেদ আলম জানান, এ ঘটনার পরপরই মুজাহিদ নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে। মুজাহিদ হাজারীবাগের বায়তুর রসুল মাদ্রাসার আলিমের ছাত্র। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার বাবা নজরুল ইসলাম একটি মসজিদের খতিব। মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, বিকালে আহত ইলিয়াসকে দেখতে ঢামেক হাসপাতালে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান। এ সময় তিনি বলেন, আটক মুজাহিদ এবিটির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেন, জামায়াত-শিবির ইলিয়াসকে হত্যার জন্য হামলা চালিয়েছে। উল্লেখ্য, আওয়ামী ওলামা লীগের দুটি অংশ দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে আলাদাভাবে দলের বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর একটি অংশের নেতৃত্বে আছেন ইলিয়াস হোসাইন বিন হেলালী ও মো. দেলোয়ার হোসেন। অন্য অংশটি চলছে আক্তার হোসেন ও আবুল হাসানের নেতৃত্বে।

সর্বশেষ খবর