শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

হাওয়া ভবনে হয় গ্রেনেড হামলার প্ল্যান

হাওয়া ভবনে হয় গ্রেনেড হামলার প্ল্যান

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কের উত্তরসূরিরা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। তারা ক্ষমতায় থেকে হাওয়া ভবনে বসে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় এ হামলার পরিকল্পনা করেছিল। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী শিল্পীগোষ্ঠী আয়োজিত     ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদল, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের কাছে আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, মন্ত্রী আন্তরিকতার সঙ্গে চলতি বছরের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার সম্পন্ন করুন। এ বিচার না হলে দেশের গণতন্ত্র স্থিতিশীল হবে না। বিচার সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে প্রতি সপ্তাহে অন্তত দুটি সভা করুন। বিচার বিলম্ব হওয়ায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক চিন্তা থেকে আওয়ামী লীগকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত এ হামলা চালায়। সেদিন একে একে ১৩টি গ্রেনেড নিক্ষেপ করা হয়। আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি সরকার সংসদে একটি শোক প্রস্তাবও উত্থাপন করেনি। বরং তারা গ্রেনেড হামলার আলামত নষ্ট করে দেয়। জজ মিয়া নাটক সাজিয়ে গ্রেনেড হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর