বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সাকা মুজাহিদের রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন। গতকাল মুজাহিদের পক্ষে আইনজীবী শিশির মুহাম্মদ মনির ও সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। মুজাহিদের রিভিউ আবেদন ৩৮ পৃষ্ঠার। এতে রিভিউ আবেদন ও খালাসের পক্ষে ৩২টি পয়েন্ট উলে­খ করা হয়েছে। অন্যদিকে সাকা চৌধুরীর রিভিউ আবেদন ১০৮ পৃষ্ঠার। এতে ১০টি পয়েন্ট উলে­খ করা হয়েছে। এদিকে মুজাহিদ ও সাকার রিভিউ আবেদনের শুনানির তারিখ নির্ধারণের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমি আশা করি, আগামী মঙ্গলবার যেদিন চেম্বার বিচারপতি বসবেন, সেদিন এ-সংক্রান্ত আদেশ হতে পারে। শিগগির যাতে শুনানির ব্যবস্থা করা হয় সে ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিমকোর্টের অবকাশে শুনানি হবে কিনা এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আদালতের।

৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সব বিচারপতির স্বাক্ষরের পর মুজাহিদ ও সাকা চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আপিল বিভাগে রিভিউ আবেদন করতে হয়। পুনর্বিচেনার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না। মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রাধিকার ভিত্তিতে রিভিউর শুনানি ও নিষ্পত্তি হবে আপিল বিভাগে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে ১৬ জুন নির্দেশ দেন আপিল বিভাগ। ২৯ জুলাই সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে ২০১৩ সালের জুলাই ও অক্টোবরে মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর