বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দুই বছরে গায়েব তিন হাজার কোটি টাকা

মন্দ ঋণের নামে ‘রাইট অফ’ জড়িত ব্যাংকের কর্মকর্তারাই

আলী রিয়াজ

দুই বছরে গায়েব তিন হাজার কোটি টাকা

দুই বছরে ব্যাংক খাত থেকে ৩ হাজার কোটি টাকার বেশি গায়েব হয়ে গেছে। মন্দ ঋণের নামে ব্যাংকগুলো এ টাকা অবলোপন (রাইট অফ) করে দিয়েছে। ব্যাংক খাতে মন্দ হিসেবে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ২৬৭ কোটি টাকা। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরই ৩৬ হাজার কোটি টাকার বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটির মন্দ ঋণ হিসেবে গায়েব হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। গত দুই বছরেই সোনালী ব্যাংক থেকে গায়েব হয়েছে ৬০০ কোটি টাকার বেশি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনা উপেক্ষা করে ব্যাংকগুলো ঋণ অবলোপন করছে। ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঋণ অবলোপন করে ব্যাংকের টাকা মেরে দেওয়া হচ্ছে। টাকা মেরে দেওয়ার তালিকায় শীর্ষ ব্যবসায়ীরাও রয়েছেন। সূত্রমতে, নীতিমালা ভঙ্গ বলে এক বছরের মন্দ ঋণও অবলোপন করা হয়েছে। ব্যাংকের পরিচালক, শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে এসব ঋণ অবলোপন করা হয়েছে। জানা গেছে, ব্যাংকগুলোতে আদায়ের সময় উত্তীর্ণ হলে খেলাপি ঋণ শ্রেণিকরণ করে মন্দ হিসেবে (আদায় অযোগ্য) চিহ্নিত করা হয়। বর্তমানে ব্যাংক খাতে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর