বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দারিদ্র্য নির্মূলে নেতৃত্ব দিতে পারে চীন

নিজস্ব প্রতিবেদক

দারিদ্র্য নির্মূলে নেতৃত্ব দিতে পারে চীন

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীনের সাংহাই জিয়াও টং (বাণিজ্যিক) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক ফোরামে বলেছেন, টেকসই উন্নয়নের প্রথম লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য শূন্যে নামিয়ে আনা। এই বিশেষ লক্ষ্য অর্জনে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ চীনের রয়েছে। প্রফেসর ইউনূসের সাংহাই সফরের সঙ্গে সংগতি রেখে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ১২ অক্টোবর ‘অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও সামাজিক ব্যবসা’ শীর্ষক এ ফোরামের আয়োজন করে। প্রফেসর ইউনূস ব্যাংকার ও বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থাপকদের উদ্দেশে ওই ভাষণ দেন। ভাষণে ড. ইউনূস বলেন, এখন সব ব্যাংক ও বিনিয়োগ ফান্ডের দায়িত্ব হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে তাদের ভ‚মিকা পালন করে যাওয়া। তিনি বলেন, দরিদ্রদের জন্য অর্থায়ন সেবা ও সামাজিক ব্যবসা বর্তমান সমস্যাগুলোর সমাধান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন করতে বিশেষ ভ‚মিকা রাখতে পারে। ঢাকার ইউনূস সেন্টার জানায়, দুই শতাধিক নেতৃস্থানীয় ব্যাংকার ও বিনিয়োগ অর্থায়ন ব্যবস্থাপক দিনব্যাপী এ ফোরামে অংশ নেন এবং প্রফেসর ইউনূসের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর