বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমপি লিটনকে গ্রেফতারে বাধা নেই  

নিজস্ব প্রতিবেদক

এমপি লিটনকে গ্রেফতারে বাধা নেই

 

গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে নিæ আদালতে আÍসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একটি আবেদনের শুনানি শেষে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এর ফলে এমপি লিটনকে গ্রেফতারে আইনগত কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এই আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। লিটনের পক্ষে ছিলেন আইনজীবী মোকসেদুল ইসলাম। শুনানি শেষে হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। শিশুকে গুলি করাসহ দুটি মামলায় পৃথকভাবে এমপি লিটনের করা আগাম জামিন আবেদন সোমবার খারিজ করেন হাইকোর্ট। একই সঙ্গে ১৮ অক্টোবরের মধ্যে তাকে গাইবান্ধার বিচারিক আদালতে আÍসমর্পণ করতে নির্দেশ দেন আদালত। লিটনকে গ্রেফতারের ক্ষেত্রে আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতা এড়াতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ অক্টোবর ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলি দুই পায়ে বিদ্ধ হয় স্কুলছাত্র শাহাদাত হোসেন সৌরভের (৯)। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরদিন এমপি লিটনকে আসামি করে আহত শিশুর বাবা সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা আরেকটি মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর