বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আরেকটু অপেক্ষা করুন, অগ্রগতি আছে

নিজস্ব প্রতিবেদক

আরেকটু অপেক্ষা করুন, অগ্রগতি আছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দ্রুতই অগ্রগতি জানাতে পারব। আরেকটু অপেক্ষা করুন। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বার্ষিক কার্যসম্পাদন চুক্তি স্বাক্ষর-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিচারের ঊর্ধ্বে নন, বিচারকরা যেভাবে নির্দেশনা দেন প্রশাসন সেভাবেই কাজ করে। যে নির্দেশনা আদালত দিয়েছেন তা এলে প্রশাসন সে অনুযায়ী কাজ করবে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্তের সব প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই এ বিষয়ে অবহিত করা হবে। অনেকগুলো ইস্যু, যেমনÑ ধর্ম যাজক হত্যাচেষ্টার তদন্ত খুব কাছাকাছি এসেছে। আশা করছি সময় মতো জানাতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার দুই থেকে তিনশ মণ্ডপ বেড়েছে। এবার সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হবে বলে আশা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর