বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
জেলা প্রশাসককে স্মারকলিপি

শ্মশান ঘাটে যাওয়ার রাস্তা বন্ধ করলেন এমপি দবিরুল

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

সংসদ সদস্য দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২) বালিয়াডাঙ্গি উপজেলায় নদীর চরদখল করে চা বাগান গড়ে তোলার প্রতিকার চেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসকে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে শ্মশানঘাটে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে চা গাছ রোপণের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নে দক্ষিণ পারিয়া মৌজার সিট নং ১ এর (যার জেএল নং ২) ৮ নং দাগে ৭০ বছরের বেশিকাল ধরে শ্মশান ঘাট। শ্মশানঘাটের পশ্চিম-দক্ষিণ দিকে ৪ নং দাগের জমিজমা নাগর নদীর ধারঘেঁষা বালুচর। ৪ নং দাগের পার্শ^বর্তী ৯১ ও ৯৪ দাগ দুটিও বালুচর। আমরা গ্রামবাসী দীর্ঘদিন ধরে বালুচরের ওপর দিয়ে যাতায়াত, গো-চারণসহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছি। আমাদের শ্মশান ঘাট যাওয়ার পথেও ওই বালুচর ব্যবহার করতে হয়। কিন্তু এমপি দবিরুল ইসলাম ৪ নং দাগের বালুচর জমিতে হাল চাষ করে ১০ সেপ্টেম্বর সেখানে চা গাছ রোপণ করে শ্মশান ঘাটে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে এমপি দবিরুলের কাছে জানতে চাইলে তিনি জানান, ওটা তার কেনা। নিজের জমিতে চা বাগান গড়ে তোলা হয়েছে। শ্মশানে যাওয়ার কোনো রাস্তা বন্ধ করা হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর