বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লাশ হয়ে ইতালি ফিরলেন তাভেলা

নিজস্ব প্রতিবেদক

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের ১৬ দিন পর তার মরদেহ ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে দূতাবাসের দুই কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহটি বুঝে নেন। এ সময় সেখানে তদন্ত কর্মকর্তা এবং ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে রাত ৯টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) তার মরদেহ ইতালিতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের এডিসি আবদুল আহাদ। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা সিজার। তিনি আইসিসিওর একটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাভেলা হত্যার ঘটনায় পরদিন মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, এ হত্যার মোটিভের ব্যাপারেও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ক্লু নেই। এদিকে তাভেলা ও রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার পর গুলশান, বনানী ও বারিধারার ক‚টনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকা ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি ছাড়া কাউকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর