শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নূর হোসেনকে ফেরত পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নূর হোসেনকে ফেরত পাঠানোর নির্দেশ

বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে ভারত। এ বিষয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত এ নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। মুখ্য বিচার বিভাগীয় হাকিম সন্দীপ চক্রবর্তী আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নূরকে ফেরত পাঠানোর যাবতীয় প্রক্রিয়া শেষ করে আদালতের কাছে রিপোর্ট করার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের উকিল বিকাশ রঞ্জন দে জানান, ‘নূরকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকারের তরফে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হলে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রালয়কে বিষয়টি জানায়। সেই মতো ভারতীয় দণ্ডবিধির ৩২১ নম্বর ধারা অনুযায়ী নূর হোসেনের বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নেওয়ার জন্য চলতি বছরের গত ২০ আগস্ট আদালতের প্রধান বিচার বিভাগীয় হাকিমের (সিজেএম) এজলাসে রাজ্য সরকারের তরফে আবেদন (পুট আপ ফাইল) জানানো হয়। শুক্রবার আদালতে সেই মামলারই শুনানি ছিল। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে এ নির্দেশ দিয়েছেন। যদিও আদালতে এ দিন নূর  অনুপস্থিত থাকায় তার পক্ষের আইনজীবীরা এ মামলার শুনানির দিন পেছানোর আবেদন জানান। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে শিগগিরই তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর নির্দেশ দেন। সেক্ষেত্রে ২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির পর নূর হোসেনই হবেন প্রথম ব্যক্তি যাকে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর