শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হংকং বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইউনূস সেন্টার

নিজস্ব প্রতিবেদক

হংকং বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইউনূস সেন্টার

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস হংকং বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করতে যাচ্ছেন। ১৪ অক্টোবর তিনি হংকং সফর করেন। এ সময় চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের স্যার রান রান শ’ হলে এক জনাকীর্ণ বক্তৃতা অনুষ্ঠানে শিষ্টাচার বিষয়ে বক্তৃতা করেন প্রফেসর ইউনূস। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যা ২০ হাজার। প্রফেসর ইউনূস বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য প্রফেসর শেন জু ইয়াও তাকে স্বাগত জানান। কীভাবে একটি টেকসই বিশ্ব গড়ে তোলা যায় সে বিষয়ে তার অভিমত তুলে ধরেন প্রফেসর ইউনূস। তিনি জোর দিয়ে বলেন যে, বর্তমান অর্থকেন্দ্রিক পৃথিবী টিকিয়ে রাখা যাবে না। বক্তৃতার পর এ বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংগুইশ্ড প্রফেসর-অ্যাট-লার্জ হিসেবে অধ্যাপনারত ১৯৯৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী স্যার জেমস মারলিজ তার নিজের কিছু সিদ্ধান্ত ও পর্যবেক্ষণপ্রসূত তাত্তি¡ক প্রশ্নের জবাব দেওয়ার জন্য বক্তৃতামঞ্চেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষৎকার নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কোনো বক্তৃতা অনুষ্ঠানে এত বিপুলসংখ্যক ছাত্রসমাগম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর কখনো ঘটেনি। উপাচার্য প্রফেসর ইয়াও প্রফেসর ইউনূসের সম্মানে ভোজসভার আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হংকংয়ের শীর্ষ ব্যবসায়ীরাও যোগ দেন। ভোজসভায় অতিথিদের উদ্দেশে প্রদত্ত বক্তব্যে উপাচার্য ঘোষণা করেন যে, সামাজিক ব্যবসার একাডেমিক ও প্রায়োগিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে একটি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর