সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হাল ছাড়বেন না, সফলতা আসবেই

নিজস্ব প্রতিবেদক

হাল ছাড়বেন না, সফলতা আসবেই

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে বলেছেন, তথ্য-প্রযুক্তি খাতের যে নতুন উদ্যোক্তারা ব্যবসা (স্টার্টআপ) শুরু করেছেন, প্রথমে ব্যর্থ হলেও হাল ছাড়বেন না। লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও পরিশ্রমের সমন্বয় ঘটালে সফলতা আসবেই। ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশেই গড়ে উঠবে। ভারত বা মালয়েশিয়া আইটি খাতে যেভাবে এগিয়ে গেছে সেভাবে বাংলাদেশকেও এগিয়ে নেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে আরও বলেন, আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা আমারও হয়েছে। সিলিকন ভ্যালিতে একটা কথা আছে, কারও প্রথম স্টার্টআপ কখনো সফল হয়নি। তবে আবার চেষ্টা করতে হয়। একবারে পড়ে গেলে হয় না। উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করতে হয়। একবার, দুবার, তিনবার- চেষ্টা করতে থাকলে, নিজের মেধা থাকলে সফলতা একসময় না একসময় আসবেই। এটা আমার নিজের অভিজ্ঞতা। সজীব ওয়াজেদ জয় বলেন, প্রথম কোম্পানি খোলার পর তিনি নিজেও সফল হতে পারেননি। তবে হাল না ছেড়ে একের পর এক চেষ্টা চালিয়ে যাওয়ায় সাফল্য ঠিকই ধরা দিয়েছে। আমি কিন্তু আপনাদের মতোই একজন উদ্যোক্তা। আমি বসে থাকতে পারি না। শুধু চাকরি করে আমি শান্তি পাই না। আমি চাই নিজের উদ্যোগেই কিছু করার। অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

 

 

 

 

সর্বশেষ খবর