বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রংপুরে ছাত্রলীগ যুবদলের তিন নেতা নিখোঁজ

অভিযোগ আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুরে ছাত্রলীগ ও যুবদলের তিন নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুমের অভিযোগ উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সাদা পোশাকে আটক করে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ তুলেছেন তাদের পরিবারের সদস্যরা। আলাদা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে তাদের ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে। ৪ থেকে ১৪ অক্টোবর ওই তিন নেতাকে তুলে নিয়ে যাওয়া হলেও গতকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। একই কায়দায় দেড় বছর আগে যুবলীগ ও যুবদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়। আজও তাদের খোঁজ পাননি স্বজনরা।

জানা গেছে, ৪ থেকে ১০ অক্টোবর মহানগর যুবদলের সদস্য রাজিব হাসান সুমন ওরফে মেরিল সুমন (২৮), নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও জেলা ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসান আলী হিটলার (২৬) নিখোঁজ হন। গতকাল সকালে নগরীর নিউ সেনপাড়া করনজাই রোডের বাড়িতে সংবাদ সম্মেলনে হাসান আলী হিটলারের মা হোসনে আরা বেগম অভিযোগ করেন, ‘৫ অক্টোবর দুপুরে হিটলার আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে আর ফিরে আসেননি। আমি জানতে পারি হাজিরা দিয়ে ফেরার পথে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হিটলারকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন। র‌্যাব অফিসে খবর নিতে গেলে তারা আটকের বিষয়টি অস্বীকার করেন। কোতোয়ালি থানায় খোঁজ করেও তার হদিস মেলেনি।’ সংবাদ সম্মেলনে হিটলারের স্ত্রী রশীদা আকতার রুমি তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এর আগে ৭ অক্টোবর রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেরিল সুমনের স্ত্রী সামিয়া আক্তার অভিযোগ করেন, ৬ অক্টোবর সকালে ঠাকুরগাঁওয়ে বাবার বাড়ি থেকে সুমনকে নিয়ে রংপুর নগরীর শাহীপাড়ার বাড়িতে ফিরছিলেন। বেলা ১টায় বাসটি হাজীরহাট বাসস্ট্যান্ডে থামলে সাদা পোশাকে কয়েকজন সুমনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরিচয় জানতে চাইলে তারা আইন প্রয়োগকারী সংস্থার লোক বলে জানান। এরপর র‌্যাব অফিস, কোতোয়ালি থানা ও ডিবি অফিসে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। একই দিন সুমনের সন্ধান দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেন এলাকাবাসী। এদিকে নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেলের বাবা আবদুল লতিফ অভিযোগ করেন, ১০ অক্টোবর রাতে রুবেলকে রাজশাহী শহরে তার শ্বশুরবাড়ি থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে তুলে নেওয়া হয়। রুবেলের বাড়ি নগরীর জুম্মাপাড়ায়। আজও ছেলের সন্ধান পাননি বলে জানান তিনি। অভিযোগ অস্বীকার করে র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক মেজর আবু ফারহান করিম বলেন, সাধারণত কাউকে আনা হলে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পুলিশে সোপর্দ করা হয়। কাউকে দীর্ঘদিন আটকে রাখার বিধান নেই। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, মেরিল সুমন, ব্ল্যাক রুবেল ও হিটলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাদের নামে থানায় হত্যা, সন্ত্রাস ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর আগে গত বছরের ২০ মার্চ দুপুরে শহরের ধাপ ইসলামবাগের আইডিয়াল মোড় থেকে একদল সাদা পোশাকধারী আগ্নেয়াস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যান ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জিলানী ফুয়াদ ও যুবদলের সদস্য রিপন মিয়াকে। জিলানী ফুয়াদের মা ফেরদৌসী বেগম অভিযোগ করেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সাদা পোশাকে তার ছেলেকে তুলে নিয়ে গেছেন। একই অভিযোগ রিপনের ভগ্নিপতি মাসুদ রানারও।

সর্বশেষ খবর