শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিবন্ধন পেতে নতুন নতুন দলের দৌড়ঝাঁপ

গোলাম রাব্বানী

নিবন্ধন পেতে নতুন নতুন দলের দৌড়ঝাঁপ

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত হওয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে নতুন নতুন রাজনৈতিক দল দৌড়ঝাঁপ শুরু করেছে। দলের নিবন্ধনের খুঁটিনাটি জানতে ইসির কর্মকর্তাদের সঙ্গে তারা যোগাযোগ করেছে। ইতিমধ্যে কয়েকটি দল নিবন্ধন পেতে নতুন করে আবেদন করেছে। এ ছাড়া দশম সংসদ নির্বাচনের আগে যেসব দল নিবন্ধন পায়নি তারাও নিবন্ধন পেতে তদবির শুরু করেছে। তবে পৌরসভা নির্বাচনের আগে দলের নিবন্ধন না পেলে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন নতুন দলের নেতারা।

এদিকে, দেশে বহুসংখ্যক রাজনৈতিক দল থাকলেও কেবল ইসিতে নিবন্ধিত ৪০টি দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। তারাই আসন্ন পৌর-ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারবে। এর বাইরে কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না। এ কারণে নতুন করে অনেক দল নিবন্ধন পেতে নানাভাবে তদবির করছেন। তবে আইন সংশোধনেরপর আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু নিবন্ধিত ৪০টি দলকে অংশ নিতে সুযোগ দেওয়ার পক্ষপাতি কমিশন। এতে অনেক নতুন দল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাবে, এর মধ্যে কেউ কেউ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদি তারা আদালতে যান, তাহলে নতুন করে জটিলতার মধ্যে পড়তে হবে কমিশনকে। এমনিতে নভেম্বরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে তার আগে বিধিমালা সংশোধন করতে হবে, যা নিয়ে চাপে রয়েছে ইসি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন দলীয় ভিত্তিতে করতে আইন সংশোধনের প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচন কাছাকাছি বলে অধ্যাদেশ জারি করে পৌরসভা নির্বাচন সংক্রান্ত আইন সংশোধন করা হবে, যা পরে সংসদে উঠবে। আইন সংশোধন হলে আসন্ন পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে নৌকা, ধানের শীষ, লাঙ্গলের মতো প্রতীক নিয়ে প্রার্থীরা ভোটযুদ্ধে নামার সুযোগ পাবে। এতদিন যে কেউ এ নির্বাচনে প্রার্থী হতে পারলেও আইন সংশোধনের পর দলীয় প্রার্থীর বাইরে কারও ভোট করতে হলে সংসদ নির্বাচনের মতো কয়েকটি শর্ত পূরণে করে স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

সম্প্রতি নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি)। দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ না পেলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন দলটির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘অন্তত ২০টি পৌরসভায় প্রার্থী দেওয়ার আশা আমাদের। আমরা নিবন্ধন পেলে নিজস্ব প্রতীক ডিশ এন্টেনায় (প্রস্তাবিত) প্রার্থী দিতে পারব। পৌর নির্বাচনের আগে নিবন্ধন না পেলে প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব।’ একই মনোভাব পোষণ করেন আরও কয়েকটি দলের নেতা, যাদের ইসিতে নিবন্ধন না থাকলেও পৌর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে। কয়েকদিন আগে ইসিতে নতুন দলের নিবন্ধন করার বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন ভূমিবল সমাজ পার্টির এক নেতা। অন্যদিকে নতুন দলের নিবন্ধনের বিষয়ে ইসি বলেছে, পৌরসভা নির্বাচনের আগে নতুন করে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে না। অর্থাৎ দলীয়ভাবে ৪০টি দলই কেবল নির্বাচন করতে পারবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, দলভিত্তিক স্থানীয় নির্বাচনের আইন পাস হলে নিবন্ধিত দলই নির্বাচনে দল মনোনীত প্রার্থী দেবে। অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হবে। পৌর নির্বাচনের সময় রয়েছে দেড় মাস। এ সময়ের মধ্যে নতুন কোনো দলকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে চিন্তা করছি না।

সর্বশেষ খবর