মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মনগড়া মতবাদে মানবতার মুক্তি সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক

মনগড়া মতবাদে মানবতার মুক্তি সম্ভব নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, মনগড়া মতবাদ দ্বারা দেশের স্থায়ী শান্তি ও মানবতার কাক্সিক্ষত মুক্তি সম্ভব নয়। প্রয়োজন ইসলামী শাসনের। ইসলামী শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গতকাল ইসলামী আইনজীবী পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আবদুল বাসেত ও অ্যাডভোকেট সর্দার মানিক মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও নগর সভাপতি অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন। সম্মেলন শেষে অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি পীর চরমোনাই।

সর্বশেষ খবর