বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট

নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট

নেপালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন একজন নারী। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট। নাম বিদ্যা দেবী ভাণ্ডারি (৫৪)। বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত হবেন তিনি। গত মাসে ঐতিহাসিক সংবিধান পাস হওয়ার পর দেশটিতে এটাই বড় চ্যালেঞ্জ। নেপালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান হয় ২০০৮ সালে। সে বছরেই গণপ্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু  দেশটির। গত ২০ সেপ্টেম্বর নেপালে নতুন সংবিধান কার্যকর হয়। নতুন সংবিধান অনুযায়ী দেশটি হিন্দু রাষ্ট্র থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। নতুন সংবিধান কার্যকরের পরিপ্রেক্ষিতেই দেশটিতে আজ নতুন প্রেসিডেন্ট নির্বাচন হলো। বিদ্যা ভাণ্ডারি প্রেসিডেন্ট পদে ভোট পান ৩২৭টি। তার প্রতিদ্বন্দ্বী কুল বাহাদুর গুরাং ভোট পেয়েছেন ২১৪টি। বিদ্যা ভাণ্ডারি দেশটির ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভাণ্ডারির স্ত্রী। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মদন। তবে দুর্ঘটনার কারণ এখনো অজ্ঞাত। দুই সন্তানের মা বিদ্যা ভাণ্ডারি এর আগে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছেন। এএফপি।

সর্বশেষ খবর