বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা সুবীর

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা সুবীর

বাংলাদেশি-আমেরিকান সুবীর চৌধুরী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ড. জিম কিমস-এর পাঁচ সদস্যের উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন। চলতি অক্টোবর থেকে এটি কার্যকর হয়েছে। চট্টগ্রামের সন্তান সুবীর চৌধুরী হচ্ছেন প্রথম বাংলাদেশি যিনি এ দায়িত্বে অধিষ্ঠিত হলেন। এ দায়িত্ব পালনকালে মাতৃভূমির প্রতি তার ভূমিকা কতটা প্রবল থাকবে জানতে চাইলে মৃদুভাষী সুবীর চৌধুরী মঙ্গলবার রাতে বলেন,  শেকড়ের প্রতি সবারই টান থাকে। নিজের দেশকে উন্নয়ন দিতে কার্পণ্য করব না। বিশ্বব্যাংক প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্য থেকে মুক্ত করা। বিশ্বকে দারিদ্র্যমুক্তির চলমান কার্যক্রমের অংশ হতে পেরে সম্মানিতবোধ করছি। বিশ্বব্যাংকের এ লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশেও চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা একেবারেই শূন্যে নেমে আসবে। সুবীর চৌধুরীর অনুদানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিশ্বখ্যাত বার্কলে ক্যাম্পাসে এ বছরের মার্চে চালু হয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতিসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার জন্যে ‘সুবীর অ্যান্ড মলিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ।’ ৪৮ বছর বয়েসী সুবীর চৌধুরীর ১৪টি বই প্রকাশিত হয়েছে কোয়ালিটি ও ম্যানেজমেন্টের ওপর। নিউইয়র্ক টাইমস তাকে ‘দ্য লিডিং কোয়ালিটি এক্সপার্ট’ এবং বিজনেস উইক ‘দ্য কোয়ালিটি প্রফেট’ হিসেবে অভিহিত করেছে। ভারতের খড়গপুরে ইন্ডিয়ান টেকনোলজি অব ইনস্টিটিউট থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশনের পর সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করেন তিনি। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে যান তিনি। ২০০৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের সিটিজেন হিসেবে শপথ গ্রহণের পর মিশিগানের ব্ল–মফিল্ড হিলসে বসতি গড়েন। এএসআই কন্সাল্টিং গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন সুবীর চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ট্রেনিং প্রদানের দায়িত্ব পালন করেন। লেখক কেন জিমারের সঙ্গে ‘কিউএস-৯০০০ পাইয়োনিয়ার’ বই লিখে আলোড়ন সৃষ্টি করেন তিনি। সুবীর চৌধুরী ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন স্ত্রী মলিনী চৌধুরী, কন্যা আনন্দি এবং এক পুত্র নিয়ে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর