বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হঠাৎ আলোচনায় জিয়ার ভাই

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ আলোচনায় জিয়ার ভাই

প্রথমবারের মতো পরিবারের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করায় হঠাৎ আলোচনায় উঠে এসেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। আগামী ৪ নভেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটি-উশনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সর্বস্তরের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বেগম জিয়া লন্ডনে অবস্থান করছেন। ৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন কিনা- নিশ্চিত নয়। তবে আজকালের     মধ্যেই বিএনপি প্রধানের গুলশানের বাসা ও কার্যালয়ের ঠিকানায় দাওয়াতপত্র পাঠানো হবে। এ প্রসঙ্গে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে আহমেদ কামাল বলেন, ‘আমি একটি ধর্মীয় অনুষ্ঠান করছি। এটা নিয়ে কে কী ভাবল আমার দেখার বিষয় নয়। এ নিয়ে আমার রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য নেই। তা ছাড়া এই বয়সে বিএনপির নেতৃত্ব নেওয়ারও কোনো প্রশ্নই উঠে না। ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনীতি করা ঠিক না। যারা এ নিয়ে ভাবেন, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আমি জানি না। যদি রাজনীতি করার ইচ্ছাই আমার থাকত, তাহলে আমি এ নিয়ে গণমাধ্যমকে ডেকে সংবাদ সম্মেলন করতাম। নিজের ইচ্ছার কথা জানাতাম। পারিবারিক মিলাদ মাহফিল নিয়ে এসব কথা বলা ঠিক না।’ জানা গেছে, নেতাদের বাসা ছাড়াও নয়াপল্টনে বিএনপির  কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আহমেদ কামাল। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘আগামী ৪ নভেম্বর বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকাল ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত পিতা-মাতা ও পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আহমেদ কামালসহ শহীদ জিয়াউর রহমানের পরিবারের অনেকে উপস্থিত থাকবেন।’ আমন্ত্রণপত্র পাঠানোসহ অনুষ্ঠানের সামগ্রিক বিষয় দেখভাল করছেন আহমেদ কামালের ভাতিজা শরিফুল আলম ডন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, মিলাদ মাহফিলের মধ্যে কোনো রাজনীতি নেই। এ নিয়ে গণমাধ্যমে অনেক কিছুই লেখা হচ্ছে। মিলাদ মাহফিলে এলেই এর উদ্দেশ্য কী- তা বেরিয়ে আসবে। না জেনে অনেকেই এ নিয়ে আজগুবি কিছু লেখছেন বলেও কিছুটা বিস্ময় প্রকাশ করেন এস আলম ডন। খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পাঠানো প্রসঙ্গে বলেন, অসুস্থতার কারণে আমি পাঠাতে পারিনি। আজকালের মধ্যেই পাঠানো হবে। জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা ও বিএনপি সমর্থক বুদ্ধিজীবী ও নানা  শ্রেণি-পেশার মানুষকে এ মিলাদে অংশ নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সত্তর-ঊর্ধ্ব চিরকুমার আহমেদ কামাল বর্তমানে রাজধানীর বাসাবোতে একটি ভাড়া বাসায় থাকেন। সর্বশেষ তিনি পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি থেকে অবসরে যান। খালেদা জিয়া বা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে এখন আর তার সেই অর্থে কোনো যোগাযোগ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর