বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ব্যক্তিগত হত্যার দায় নেবে না বিএনপি

নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি হত্যার রাজনীতি করে না। কাজেই কেউ ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করলে বিএনপি তার দায়  নেবে না। তবে অন্যায়ভাবে বিএনপির কোনো নেতা-কর্মীকে জড়িয়ে দলকে হেয় করার অপচেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  রোগমুক্তি উপলক্ষে গতকাল বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এতে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনসহ কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দুই বিদেশি নাগরিক হত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা প্রমাণ করতেই বিএনপি নেতাদের নাম জড়ানো হচ্ছে। আমরা আগে থেকেই বিদেশি নাগরিকসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি করছি। বিএনপি হত্যার রাজনীতি করে না। এদিকে দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দাদের সূত্র ধরে বিএনপি নেতাদের নাম জড়িয়ে ‘কথিত’ বড় ভাইয়ের গল্প আজগুবি ও কাল্পনিক বলে দাবি করেছেন ড. আসাদুজ্জামান রিপন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিককালে দুজন বিদেশি নাগরিক হত্যায় বিএনপির নেতাদের জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কাল্পনিক ও অসত্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সত্যের লেশমাত্র নেই। এ হত্যার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। বিএনপি জঙ্গি, সন্ত্রাসে বিশ্বাস করে না। বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এ হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের নাম জড়িয়ে ব্লেম গেইম খেলছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, তকদির হোসেন জসিম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। রিপন বলেন, সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের নাম উল্লেখ করেছে। এর ফলে আমাদের আগের আশঙ্কাই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আগেই বলেছিলাম, বিদেশি নাগরিক হত্যায় বিএনপি নেতা-কর্মীদের জড়াতে পারে সরকার। সরকারের এমন কর্মকাণ্ডে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। আবার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করতে চায়। পেছনের দরজা কিংবা ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায় না। পেছনের দরজা বিএনপি পছন্দ ও বিশ্বাস করে না, ঘৃণা করে। নিরীহ মানুষের ওপর মনগড়া ব্লেম দিলে জনগণ আতঙ্কিত হয়ে পড়বে। বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

সর্বশেষ খবর