শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাদলকে অবশেষে আইএফআইসি ব্যাংক থেকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক

বাদলকে অবশেষে আইএফআইসি ব্যাংক থেকে অপসারণ

আলোচিত ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে অপসারণের নির্দেশ সংবলিত চিঠি দেওয়া হয়েছে। গতকাল গভর্নর আতিউর রহমানের নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও কোম্পানি সচিবের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যোগাযোগ করা হলে আইএফআইসি ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, তার বিরুদ্ধে দেশে নাশকতা ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অর্থ সরবরাহে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ (ঘ) ধারায় অপরাধ পুলিশের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮টি সভায় তিনি অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির কারণে গত বছরের ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত ব্যাংকটির নির্বাহী কমিটির কোনো সভা হয়নি। ব্যাংকের পর্ষদ সভায় টানা অনুপস্থিত থাকার পরেও তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে (লুৎফর রহমান বাদল) অপসারণ আদেশ দেওয়া হয়। তাকে পর্ষদ কমিটির সদস্য ছাড়াও পরিচালক পদ থেকেও অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর