শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মপ সহসভাপতি হিসেবে দুবাইয়ে জ্যাকব

নিজস্ব প্রতিবেদক

মপ সহসভাপতি হিসেবে দুবাইয়ে জ্যাকব

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সহসভাপতি হিসেবে মপ-এর ২৭তম সম্মেলন ও ব্যুরো সভায় যোগ দিতে দুবাই পৌঁছেছেন। ৩১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ‘মিটিং অব দ্য পার্টিস টু দ্য মন্ট্রিল প্রটোকল’ শীর্ষক সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন তিনি। গত বছর প্যারিস সম্মেলনে বাংলাদেশের পক্ষে মপ-এর সহসভাপতি নির্বাচিত হন উপমন্ত্রী  জ্যাকব। ক্লোরো ফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাস নিঃসরণের কারণে ওজোনস্তর ক্ষয়ের জন্য সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশের কারণে স্কিন-ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগ, শস্যের উৎপাদন হ্রাসসহ সামুদ্রিক ও জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে বিশ্বের প্রাণিকূলকে রক্ষার জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়। এটাই একমাত্র প্রটোকল, যা পৃথিবীর সব দেশ স্বাক্ষর করেছে এবং একযোগে বাস্তবায়ন করছে। ওজোনস্তর ক্ষয় বন্ধ হচ্ছে এবং ২০৭০ সালের মধ্যে ওজোনস্তর পূর্বাস্থায় ফিরে আসবে। উল্লেখ্য, বাংলাদেশ ওই সম্মেলনে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের অগ্রাধিকারভিত্তিতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর