সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

উপমন্ত্রী জয়ের তুলকালাম

তালা দিলেন সিনিয়র সহকারী সচিবের কক্ষে

নিজস্ব প্রতিবেদক

উপমন্ত্রী জয়ের তুলকালাম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। গতকাল জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে নিজের নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান অনুষ্ঠানস্থল থেকে। পরে মন্ত্রণালয়ে গিয়ে ভাঙচুর করেন যুগ্ম-সচিবের দফতরে। তালা লাগিয়ে দেন একজন সিনিয়র সহকারী সচিবের দফতরে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রণালয়ে ফিরে এ ঘটনা শুনে ও দেখে হতভম্ব হয়ে যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, সচিবালয়ে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এ ঘটনা খুবই লজ্জার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ছিল জাতীয় যুব দিবস। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবারই প্রধান অতিথি থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী না থাকায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সঙ্গত কারণেই অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথির নাম লেখা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতিসহ অন্যরা ছিলেন বিশেষ অতিথি। কিন্তু ব্যানারে তাদের কারও নাম ছিল না। অনুষ্ঠানস্থলে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপমন্ত্রী ব্যানারে তার নাম না দেখে অনুষ্ঠান শুরুর মিনিট পাঁচেকের মধ্যে মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় সচিব নূর মোহাম্মদ উপমন্ত্রীকে বুঝিয়ে আবার অনুষ্ঠানস্থলে ফিরিয়ে নিয়ে আসেন। পরে অনুষ্ঠানের ঘোষক যখন পুরস্কার বিতরণের ঘোষণা দেন তখন আবারও ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান উপমন্ত্রী আরিফ খান জয়। জানা গেছে, ঘোষক প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য ঘোষণা দিলে উপমন্ত্রী ক্ষুব্ধ হন। অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে সোজা সচিবালয়ের সাত নম্বর ভবনে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ দফতরে চলে আসেন জয়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়ে ফিরে জয় যুগ্ম-সচিব মাসুক মিয়ার ৫০১ নম্বর কক্ষে ঢুকে তার কম্পিউটার ও ফাইলপত্র ছুড়ে ফেলেন। এরপর তিনি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম কবীরের কক্ষে গিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় এই দুই কর্মকর্তা ছিলেন ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানস্থলে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনুষ্ঠান শেষ করে বেলা সাড়ে ১১টার পর তারা মন্ত্রণালয়ে এসে এসব চিত্র দেখে হতভম্ব হয়ে যান। পরে উপমন্ত্রী আরিফ খান জয় সাংবাদিকদের বলেন, তেমন কিছু ঘটেনি, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তিনি (যুগ্ম সচিব) রুলস অফ বিজনেস অমান্য করেছেন। অন্যদিকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যুগ্ম-সচিব মাসুক মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর