সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় দীপন

নিজস্ব প্রতিবেদক

জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গতকাল দুপুর একটা ৪০ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ শিক্ষক, বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্ণধার, কবি-সাহিত্যিক, ব্লগার, লেখক, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকসহ পরিবারের অন্য সদস্য ও সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে  দীপনের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দীপনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতাল মর্গে দীপনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আবু সামা দীপনের লাশের ময়নাতদন্ত করেন। এরপর দুপুর পৌনে ১২টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান দীপনের লাশ তার বাবা বিশিষ্ট লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও দীপনের শ্বশুর ডা. মো. জালালুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় দীপনের বাবা সাংবাদিকদের বলেন, আমি আগে বলেছি এখনো বলছি, আমি বিচার চাই না। এ কথা আমি ক্ষোভ প্রকাশ করে বলিনি। বিচার-বিবেচনা করে বলেছি। দেশের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে এ সমস্যার সমাধান হবে। তিনি বলেন, ‘আদর্শগত ও রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করতে হবে। তারপর আইনগতভাবে। নইলে এ সমস্যার সমাধান হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, আমি নিয়মানুযায়ী মামলা করব। কারণ আমি আইন মেনে চলি।

সর্বশেষ খবর