সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার জবাব

সংসদের মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা প্রতিহত করবে টিআইবি

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চ্যাপ্টারের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের দুটি মন্তব্য নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংস্থাটি বলেছে, মহান সংসদের অবমাননা বা মর্যাদাহানি তো নয়ই, বরং সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন সম্ভাবনা প্রতিহত করার মতো পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালনই টিআইবির উদ্দেশ্য।

গতকাল টিআইবি’র পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান ব্যাখ্যা করেছে সংস্থাটি। গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ : দশম জাতীয় সংসদ-দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। তখন সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের দেওয়া বক্তব্যের যুক্তি খণ্ডন করে গতকাল বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ও রাজনৈতিক অঙ্গনে এবং তার বাইরে, অগণিত সাধারণ নাগরিক গবেষণা প্রতিবেদনের গুরুত্ব অনুধাবন করে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। টিআইবিকে অনুপ্রাণিত করেছেন। তবে কয়েকজন মন্ত্রী, এমপি ও সরকার জোটের সমর্থক নেতৃস্থানীয় ব্যক্তিরা মূলত তিনটি বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ প্রসঙ্গে টিআইবি বলেছে, মুখ্যতো প্রধান বিরোধী দলের ভূমিকা সম্পর্কে প্রতিবেদনের তথ্য ও বিশ্লেষণের ওপর ভিত্তি করেই প্রশ্নোত্তর পর্বে নির্বাহী পরিচালকের মন্তব্য করেছেন, জাতীয় সংসদে ‘বিরোধী দলের’ ভূমিকা ‘পুতুল নাচের নাট্যশালা’র মতো মনে হতে পারে’। টিআইবি বলছে, সংসদে সত্যিকারের বিরোধী দল নেই, এটি শুধু একটি মন্তব্য নয়, বাস্তব সত্য। দ্বিমুখী অবস্থান ও আত্মপরিচয় সংকটের প্রতিফলন ঘটেছে কথিত ‘প্রধান বিরোধী দল’ কর্তৃক সংসদে নিজস্ব ভূমিকা নিরূপণে ও তা পালনের ক্ষেত্রে। কাউকে আহত করার উদ্দেশে টিআইবির নির্বাহী পরিচালক কোনো মন্তব্য করেননি। ড. ইফতেখারুজ্জামান প্রতিবেদনে উত্থাপিত তথ্য ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে নাগরিক হিসেবে সংবিধান প্রদত্ত অধিকার বলে তার নিজস্ব অভিমত হিসেবে করেছেন। এতে টিআইবির প্রাতিষ্ঠানিক অবস্থানের প্রতিফলন করা হয়েছে, এমন নয়। সংস্থাটি আরও বলেছে, টিআইবি সম্পর্কে আইএস বা অন্য কোনো জঙ্গি ও দলীয় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ যে ভিত্তিহীন তা বলারও প্রয়োজন সংস্থাটি মনে করে না। তবে সরকার বা অন্য যে কোনো পক্ষ যদি এ ধরনের বিষয়ে অনুসন্ধানে আগ্রহী হন, তাহলে টিআইবি সর্বতোভাবে সহায়তা দেবে।

 

সর্বশেষ খবর