সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিচারের আশা এখন দুরাশা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিচারের আশা এখন দুরাশা

সৈয়দ আবুল মকসুদ

বিশিষ্ট কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গত কয়েক বছরে যেসব গুপ্তহত্যা হয়েছে তার একটিরও সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। এখন হত্যাকাণ্ডের বিচার পাওয়ার আশা করা দুরাশা মাত্র। যে কারণে দীপনের বাবা ছেলে হত্যার বিচার চাননি।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও তিন লেখককে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী-লেখক-নাগরিকদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, দীপনের বাবার বিচার না চাওয়া রাষ্ট্র ও সরকারের প্রতি অনেক বড় অনাস্থা। আগের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মানুষ এখন প্রতিক্রিয়া ব্যক্ত করতেও ভুলে গেছে। এভাবে যদি হত্যাকাণ্ডগুলোর বিচার না হয় তাহলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। এটি রাষ্ট্রের জন্যও ক্ষতিকর, জনগণের জন্যও ক্ষতিকর। তিনি বলেন, দীপনকে ছোটবেলায় আমি কোলে নিয়েছি। সে অত্যন্ত ভালো ছেলে ছিল। তার হত্যাকাণ্ডেরও হয়তো বা বিচার হবে না। তবু আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি; সবাই এই হত্যাকাণ্ডের বিচার চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাবি শিক্ষক অধ্যাপক কে এম সাইফুল ইসলাম, অধ্যাপক নুরুল রহমান খান, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক মেহের নিগার, তানজীম উদ্দিন খান, শান্তনু মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, প্রকাশক দেলোয়ার হোসেন, খান মাহবুব প্রমুখ। এদিকে একই ব্যানারে আজ বেলা ১১টায় অপরাজেয় বাংলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টিএসসির রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর