শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক হত্যা বিচ্ছিন্ন ঘটনা। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এগুলো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। আমি আগেও বলেছি।’ তবে প্রকাশকদের ওপর হামলার ঘটনার তদন্তে ও হামলাকারীদের গ্রেফতারের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি তিনি। গতকাল সচিবালয়ে নিজ দফতরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীব্যাপী ঘটছে। এ যুগে কোন জায়গায় কোন দেশে হয় না- সেটি আমাকে বলবেন? অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। ধরাও পড়ছে। আমাদেরটাও ধরা পড়বে ইনশাআল্লাহ।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের পেছনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাত রয়েছে। যা আনসারুল্লাহ বাংলা টিম, সেটিই জেএমবি, সেটিই হরকাতুল জিহাদ। সবই এক সুতোয় গাঁথা। সবই স্বাধীনতার পরাজিত শক্তি। সবই পূর্বাবস্থার জামায়াত-শিবির। বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছুর মাধ্যমে ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, সবাই কাজ করছে। কে কী উদ্দেশ্যে করেছে, আমরা ঠিকই ধরে ফেলব। পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। এখনো রিপোর্ট পাইনি। পেলে আপনাদের জানাব।’ মন্ত্রী বলেন, লালমাটিয়াতেও একই ঘটনা ঘটানো হয়েছে। তবে সেখানে আইউইটনেস ছিল। এটির অগ্রগতি দ্রুত হবে। প্রসঙ্গত, মুক্তমনা লেখক-ব্লগারদের হত্যার ধারাবাহিকতায় শনিবার দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে ঢুকে এক প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। অপর প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করা হয়।

সর্বশেষ খবর