বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে গুলি খাদে পড়ে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশের একটি টহল দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি কালো রঙের প্রাইভেট কারে অস্ত্র ও মাদকের চালান ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে।  প্রাইভেট কারটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ গাড়ি থামানোর চেষ্টা চালালে দুর্বৃত্তরা পুলিশ ভ্যান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন রাস্তার খাদে পড়ে যায়। এতে পুলিশের এসআই আবদুল আওয়াল ভূঁইয়া, গাড়িচালক কনস্টেবল আবুল বাশার, মিঠুন চন্দ্রনাথ, সহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাজী মোশাররফ, কাজী হোসেন, মো. রায়হান, স্বপন, শাহীন ও আমিরকে গ্রেফতার করে। গতকাল দুপুরে ঘাটুরায় কাজী নাহিদের বাড়ির পেছন থেকে কালো প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। গাড়ি থেকে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পুলিশের এসআই আবদুল আওয়াল ভূঁইয়া ও গাড়িচালক আবুল বাশারকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুলিশ আইনে তিনটি মামলা হয়েছে।

সর্বশেষ খবর