বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পুলিশ কিছু বুঝে উঠতে পারেনি

সাভার প্রতিনিধি

পুলিশ কিছু বুঝে উঠতে পারেনি

পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চেকপোস্টে পুলিশ সদস্যদের পালাবদলের সময় এ ঘটনা ঘটেছে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এ হামলা হয়। পুলিশের নতুন দল গাড়ি থেকে নামার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি বলেন, গোয়েন্দা পুলিশ শিগগিরই দল গঠন করে অন্য জঙ্গিদের ধরার কাজ শুরু করবে। এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। সাভারে হামলার শিকার পুলিশ সদস্যদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে গতকাল সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যখন জঙ্গি ও মানবতাবিরোধীদের বিচার চলছে এবং রায় কার্যকরের কাছাকাছি তখনই এগুলো নস্যাৎ করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতা চালানো হচ্ছে। গত কয়েক মাসে ব্লগার-প্রকাশকদের ওপর যেভাবে হামলা হয়েছে সেই একই কায়দায় আশুলিয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। এরা (হামলাকারীরা) কখনো হরকাতুল জিহাদ, কখনো আনসারুল্লাহ। তারা আলাদা নাম ব্যবহার করলেও আসলে এক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবকটি হত্যায় জড়িতদের শনাক্ত করছি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে নেই, কাজ করছে। আমাদের কাছে রেকর্ড আছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর দুর্বৃত্তদের চন্দ্রার দিকে যেতে দেখা গেছে। ‘তাহলে পুলিশ গুলি করল না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের আইজি বসবেন। পরবর্তী নির্দেশ দেবেন। এ সময় পুলিশ প্রধানকে (আইজিপি) আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি। অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

সর্বশেষ খবর