শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
দুই পুলিশ কমিশনার

আক্রান্ত হলেই গুলি

নিজস্ব প্রতিবেদক

চেকপোস্ট কিংবা টহলের সময় কোনোভাবে পুলিশের ওপর হামলা হলেই গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে চেকপোস্ট বসানোর সময় অন্তত একটি অস্ত্র লোডেড অবস্থায় রাখতে বলেছেন।

গতকাল ডিএমপি সদর দফতরে পুলিশের বিভিন্ন বিভাগের ডিসি ও এডিসি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলির মণ্ডলও একই নির্দেশ দিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনার কড়া নির্দেশ দিয়েছেন। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে বলেছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে নজরদারি বাড়াতে বলা হয়েছে। তিনি বলেন, টহল বা চেকপোস্টে পুলিশ গুলিবিদ্ধ হবে এবং সন্ত্রাসীরা গুলি করে চলে যাবে, পুলিশ গুলি করবে না- এটা হতে পারে না। নিজেদের রক্ষায় গুলি চালাতে হবে। এ ক্ষেত্রে কারও অনুমতি লাগবে না। পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকলে চেকপোস্ট না বসানোর জন্যও বলা হয়েছে। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে। এদিকে গত বুধবার রাতে তেজগঁক্ষাঁও বিজি প্রেসের সামনে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় তিনি বলেন, আইনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে। নিজের ও অন্যের জীবন রক্ষায় এবং রাষ্ট্রের ও অন্যের সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা যে কোনো মুহূর্তে গুলি করতে পারবেন। আপদকালীন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা কি করবেন- তা দেশের প্রচলিত আইনেই বলা আছে। এ জন্য বিশেষ নির্দেশের প্রয়োজন নেই। পুলিশ বা যে কোনো বাহিনী যে ক্ষমতা প্রয়োগ করে তা আইন দ্বারা সুনিয়ন্ত্রিত। সে আইনে স্পষ্ট করেই বলা আছে, কোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা গুলি করতে পারবেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডলও আক্রান্ত হলে আত্মরক্ষায় গুলি করার নির্দেশ দিয়েছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। ঢাকার আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যার পর চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ সদস্যদের অধিক সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। তল্লাশির ক্ষেত্রে তিনি পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরা বাধ্যতামূলক করেছেন। এর আগে গত বুধবার পুলিশ সদর দফতর থেকে সবকটি রেঞ্জের ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপারদের কাছে বিশেষ নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ‘অ্যাটাকে’ যেতে হবে। প্রয়োজনে গুলি করতে হবে। এ জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। প্রসঙ্গত, ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হন। ১৩ দিনের মাথায় গত বুধবার সকালে ঢাকার আশুলিয়ায় একইভাবে চেকপোস্টে পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মুকুল হোসেন নিহত এবং নূরে আলম নামে এক পুলিশ সদস্য আহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর