শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘বন্দুকযুদ্ধে’ তিন জেলায় তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুধবার মধ্যরাতের পর যশোর, রাজবাড়ী ও মুন্সীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন যশোরে পুলিশের পিকআপ ভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামি ইলিয়াস মৃধা (৩০), রাজবাড়ীর শহিদুল ইসলাম ওরফে পিচ্চি শাহিন (৩০), মুন্সীগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু বেপারি ওরফে পিচ্চি সেন্টু (৩৫)। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ- যশোর : পুলিশের পিকআপ ভ্যান থেকে পালিয়ে যাওয়া কথিত অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস মৃধা (৩০) গভীর রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বারোপোতা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি রিভলবার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশের পিকআপ ভ্যানে করে যশোরে আদালতে যাওয়ার পথে বেনাপোলের কাগজপুকুর এলাকায় পিকআপ ভ্যান উল্টে গেলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান ইলিয়াস। রাজবাড়ী : রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে পিচ্চি শাহিন (৩০) রাজবাড়ী ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুধবার দিবাগত গভীর রাতে নিহত হয়েছেন। এ সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত শাহিন সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী তাকে নিয়ে পূর্ব আলীপুর গ্রামের জাকির হোসেনের কলাবাগানে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা শাহিন বাহিনীর অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। পুলিশও পাল্টা ১৬ রাউন্ড গুলি করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ জার্মানির তৈরি একটি পিস্তল, পাকিস্তানি টুটু বোরের একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড গুলি এবং বেশ কিছু ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। গুলিবিদ্ধ আহতাবস্থায় শাহিনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু বেপারি ওরফে পিচ্চি সেন্টু (৩৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রাত পৌনে ৩টার দিকে উপজেলার কাঠাদিয়া ঈদগা মাঠের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। সেন্টু উপজেলার পশ্চিম সোনারং গ্রামের মৃত জয়নাল বেপারির ছেলে।

সর্বশেষ খবর