শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রেসিডেন্ট না হলেও আমিই চালাব দেশ

প্রেসিডেন্ট না হলেও আমিই চালাব দেশ

মিয়ানমারে ঐতিহাসিক জাতীয় নির্বাচনে নিজ দল জয়ী হলে ‘প্রেসিডেন্টের ওপরে থাকবেন’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। ৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল ইয়াঙ্গুনে নিজ বাসভবনে নির্বাচনের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। দল জয় পেলেও বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে মিয়ানমারের সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি। এই প্রতিবন্ধকতা নিয়ে কথা বলতে গিয়েই মন্তব্যটি করেন তিনি। ৫০ বছর ধরে মিয়ানমারে সামরিক একনায়কতান্ত্রিক শাসন চলার পর ২০১১ সালে প্রথমবারের মতো আধা-বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। এ সরকারের অধীনে এটিই প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনটিকে মিয়ানমারের চলমান সংস্কারের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে শান্তিতে নোবেল জয়ী সু চি সহজভাবে স্মিত হেসে বলেন, বার্তাটি খুব সহজ। সংবিধান বলে, প্রেসিডেন্টের ওপরে কেউ হতে পারে না। কিন্তু আমি প্রেসিডেন্টের ওপরে থাকব। আমিই দেশ চালাব। বিবিসি।

সর্বশেষ খবর