শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদক

যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে

দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেছেন, পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপের দিকে যাচ্ছে, তাতে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান আজ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে যে কোনো সময় যে-কেউ নিহত হতে পারে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাসানী সমর্থক পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এমাজউদ্দীন আহমদ বলেন, পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় দেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে।

বিশিষ্ট এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, দেশে এখন গণতন্ত্রের কঠিন সংকট চলছে। এমন সংকটময় সময় দেশ ৪৪ বছর আগে একবার শুধু দেখেছিল। এ সংকটের অবসান হওয়া উচিত। তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা-হামলা দিয়ে গ্রেফতার করে জেলে আবদ্ধ করে সরকার যে নির্বাচনের পরিকল্পনা করছে, তা প্রহসনে পরিণত হতে পারে। এসব বিষয় নিয়ে যে নির্বাচন কমিশন কথা বলতে পারে না, সে কমিশনের প্রয়োজন নেই এ দেশে। বিশিষ্ট এ শিক্ষাবিদ অভিযোগ করে বলেন, বিরোধী দলের যাদের বিপজ্জনক মনে করছে, তাদেরই গ্রেফতার করছে সরকার। অহেতুক যে কোনো সময় যে-কাউকে গ্রেফতার করা হচ্ছে, এটি ইতিহাসে নজিরবিহীন।

সর্বশেষ খবর