শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মনোবল হারিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

মনোবল হারিয়েছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, মনোবল হারিয়ে বার বার হামলার শিকার হচ্ছে পুলিশ। তারা এখন অন্যায় কাজ ও চাঁদাবাজিতে লিপ্ত। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলায় ব্যস্ত। তাদের যে দক্ষতা আছে তা তারা হারিয়ে ফেলেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন ড্যাব নেতা ডা. মো. আবদুল কুদ্দুস, ডা. মো. শহিদুল আলম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. আবদুল মান্নান মিয়া, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু। হান্নান শাহ বলেন, পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময় পুলিশ বলেছিল, দেখামাত্রই গুলি। এখন ডিএমপি কমিশনার বলছেন, আক্রান্ত হলেই গুলি। বার বার তাদের বক্তব্য পরিবর্তন হবে, কিন্তু কোনো কাজ হবে না। সরকারের নানা সমালোচনা করে হান্নান শাহ বলেন, সরকার সব জায়গায় একদলীয় শাসন কায়েম করতে চায়। সে কারণেই দলীয়ভাবে আসন্ন পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে। এমনকি প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, এমপিরা এ নির্বাচনে তাদের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন সে বিধান করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, দেশের মানুষ এখনো পুরোপুরি দিশাহারা হয়নি, তবে অতিষ্ঠ। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী প্রতিনিয়ত বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে। আর গণগ্রেফতারের নামে যে গণবাণিজ্য হচ্ছে সেটাও এখন আর গোপন নয়। তিনি সরকারকে এ সব বন্ধের আহ্বান জানান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর