শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংলাপে বসতে যোগ্যতা লাগে

নিজস্ব প্রতিবেদক

সংলাপে বসতে যোগ্যতা লাগে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার যাদের শক্তি নেই, তারাই এখন ঘন ঘন সংলাপের কথা বলছেন। যারা প্রতিনিয়ত লেখক, প্রকাশক, বিদেশি নাগরিক ও পুলিশ হত্যা করছে তাদের সঙ্গে সংলাপ হয় কী করে। জাতীয় সংলাপে বসতে হলে যোগ্যতা লাগে, পরিবেশেরও দরকার হয়। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল ডিআরইউয়ের সদস্য লেখকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের যে আহ্বান জানান তার জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, বিদেশের মাটিতে বসে বিক্ষিপ্ত ঢিল ছুড়ে, দেশে কি সরকার পরিবর্তন সম্ভব? এ দেশটা তো আফগানিস্তান, পাকিস্তান নয়। এটা বীরের দেশ। আমরা রক্ত দিয়ে দেশ অর্জন করেছি। আফগানিস্তানের স্বাধীনতার ইতিহাস বীরত্বপূর্ণ নয়। পাকিস্তানও সংগ্রাম করে স্বাধীন হয়নি। সুতরাং কেউ যদি মনে করেন, চোরাগোপ্তা হামলা করে এ দেশকে পাকিস্তান, আফগানিস্তানের মতো অকার্যকর করবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। যারা এমন অপচেষ্টা করবেন, তারা নিজেরাই অকার্যকর হয়ে যাবেন। ডিআরইউয়ের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। এ বছর ডিআরইউর ২২ সদস্য লেখককে সংবর্ধনা দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর