শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রকাশকসহ আহত তিনজনের সুস্থ হতে আরও সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও তারেক রহিম আগের চেয়ে অনেকটা ভালো আছেন। নিবিড় পরিচর্যায় তাদের চিকিৎসা চলছে। তারা অনেকটাই সুস্থ। কয়েক দিনের মধ্যেই লেখক রণদীপম বসুকে ছেড়ে দেওয়া হবে। তবে বাকি দুজনের সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর। তিনি বলেন, গত বৃহস্পতিবার তারেকের হাতে সফল অপারেশন করা হয়েছে। তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তারেক ও টুটুল তরল খাবার খাচ্ছেন। আশা করছি তারাও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের স্ত্রী শামীমা রুনা জানান, টুটুল আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। তিনি ঢামেক হাসপাতালের ৪৮ নম্বর কেবিন ব্লকে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা গুরুত্ব সহকারে তাকে চিকিৎসা দিচ্ছেন। ঢামেক হাসপাতালের ১৭ নম্বর কেবিন ব্লকে চিকিৎসাধীন লেখক রণদীপম বসু। তার স্বজনরা জানান, বর্তমানে রণদীপমের অবস্থা ভালো। চলতি সপ্তাহে রণদীপমকে রিলিজ দেওয়া হতে পারে। রণদীপম মিরপুরে গ্রামীণ ব্যাংক হেড অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। এদিকে ঢামেক হাসপাতালের ১৬ নম্বর কেবিন ব্লকে চিকিৎসাধীন তারেক রহিম। রহিমের অবস্থাও বেশ ভালো বলে জানিয়েছেন তার স্বজনরা। প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর দুপুরে মোহাম্মদপুর লালমাটিয়ার সি ব্লকের ৮১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর