শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ সেই ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

আজ ঘটনাবহুল ৭ নভেম্বর। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো আজকের দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জেএসডিসহ কয়েকটি সংগঠন দিনটি পালন করছে ‘সিপাহি জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে। দিবসটি উপলক্ষে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল একটি বাণী দিয়েছেন। 

৭ নভেম্বরকে ‘জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন’ উল্লেখ করে খালেদা জিয়া বাণীতে বলেন, ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ১০ দিনের কর্মসূচি নিয়েছে। এতে রয়েছে আজ ভোরে দলের  কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আগামীকাল রবিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশসহ ৫ নভেম্বর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো কর্মসূচি পালন করছে। জাসদ আজ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে তাহের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিবসটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীও ‘সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ করবে। যুব সংগঠন যুব জাগপা এ উপলক্ষে আজ সকাল ১০টায় প্রেসক্লাবে পৃথক এক আলোচনা সভার আয়োজন করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর