রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা ভাঙচুর

জামালপুরে অস্ত্র ছিনতাই

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ ও সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের পিস্তল নিয়ে পালিয়ে যায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। পরে পুলিশ ৩ ঘণ্টা পর একটি বাদাম ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার করলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ ও সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য্যসহ ৫ জন ব্রাহ্মণবাড়িয়া থেকে নাসিরনগর যাওয়ার সময় মাধবপুরের আদাউর নামক স্থানে দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। ১৫/১৬ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তদল ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ও গাড়ির গ্লাস ভাঙচুর করে। তারা মোবাইল ফোনসহ নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশসহ ৫ জন আহত হয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, ঘটনার পর পর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তিনি ৫ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, এএসপি (সদর) শফিকুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন কর হয়েছে। তবে জেলা ট্রাফিক পরিদর্শক বায়েজিদ আহত হওয়ার কথা অস্বীকার করেন। তবে দুর্বৃত্তরা তার মোবাইল ও নগদ ৮/৯ হাজার টাকা নিয়ে গেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ীতে হাফিজুর রহমান হাবু নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের পিস্তল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৩ ঘণ্টা পর একটি বাদাম ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করলেও আসামি হাবুকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, গতকাল সকালে সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের চর পোঘলদিঘা গ্রামে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান হাবুকে গ্রেফতার করতে যায় সরিষাবাড়ী থানা পুলিশ। তারা হাবুকে ধরার চেষ্টা করলে এসআই সাঈদের পিস্তল নিয়ে সে দৌড়ে পালিয়ে যায়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ৩ ঘণ্টা অভিযান চালিয়ে জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরবর্তী চর গুজাবাড়ি গ্রামের একটি বাদাম ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে। জামালপুরের পুলিশ সুপার নিজামউদ্দিন গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, আসামি হাফিজুর রহমান হাবুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর