রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
দীপন হত্যা

দায় স্বীকার করা টুইট বাংলাদেশ থেকেই

নিজস্ব প্রতিবেদক

লেখক-প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলামের টুইট বাংলাদেশ থেকেই করা হয়েছে। আল-কায়েদার নাম ভাঙিয়ে দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা এখনো  সক্রিয়। দীপন হত্যাকাণ্ডে এবিটির সদস্যরাই জড়িত, তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পুলিশ। নিহত বিজ্ঞানমনস্ক লেখক ব্লগার অভিজিৎ রায়ের দুই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও আহমেদুর রশীদ টুটুলের ওপর শনিবার হামলার পর ওই টুইটটি করা হয়। অভিজিতের পর ব্লগার ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যার পরও একই ধরনের বার্তা এসেছিল। আনসার আল ইসলামের টুইটের বিষয়ে গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাদের দায় স্বীকার আংশিক সত্য। তবে দীপনকে হত্যা ও টুটুলসহ তিনজনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার যারা দায় স্বীকার করেছে, তারা তা বাংলাদেশে বসেই করেছে। দায় স্বীকারের সময় তারা ভারতীয় উপমহাদেশ শাখা বলে যে দাবি করেছে, তা ঠিক নয়। পুলিশ তদন্ত করে এর কোনো সত্যতা পায়নি। তিনি বলেন, জঙ্গিরা যে নামেই দায় স্বীকার করুক না কেন, সবার অবস্থান এক ছাতার নিচে। প্রসঙ্গত, ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে অভিজিতের বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একই সময়ে লালমাটিয়ায় আরেক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

সর্বশেষ খবর